ইউপিডিএফ এর কালেক্টর আটক মাটিরাঙ্গায়
স্টাফ রিপোর্টার :
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাপমারা থেকে একজন ইউপিডিএফ এর চাঁদা কালেক্টরকে আটক করেছে সেনা বহিনী। শুক্রবার (০৬ আগস্ট ২০২১) গুইমারা রিজিয়নের অধিনস্থ মাটিরাঙ্গা জোন গোয়েন্দা সুত্রে জানতে পারে যে, ইউপিডিএফ (মুল) দলের চিফ কালেক্টর লাল মোহন চাকমা (৩০) সাপমারা এলাকায় অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা জোনের একটি টহল দল সাপমারা এলাকায় গিয়ে অভিযান চালায়। ইউপিডিএফ (মুল) দলের চিফ কালেক্টর লাল মোহন চাকমা (৩০)কে সাপমারা হতে মোটর সাইকেল যোগে পানছড়ির যাওয়ার সময় কর্তৃক আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ০১টি .২২ পিস্তল (মরক্কো), ০৪ রাউন্ড এ্যামোনিশন এবং চাঁদা আদায়ের রশিদ পাওয়া যায়। আটক চাঁদাবাজকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সেনা বাহিনী জানায়।