রাঙামাটিতে প্রথম দিনে টিকা পেয়েছেন ২৬ হাজার ৫৯১জন

৯১

স্টাফ রিপোর্টার:

সারা দেশের ন্যায় রাঙামাটির ৫০টি ইউনিয়ন এবং রাঙামাটি ও বাঘাইছড়ি দুটি পৌরসভায় মোট গণটিকা কার্যক্রমের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ৩৩ হাজার ২শত। এর মধ্যে বিলাইছড়ি উপজেলার দূর্গম বড়থলী ইউনিয়নে গণটিকা কার্যক্রম পরিচালনা করতে পারেনি স্বাস্থ্য বিভাগ। তবে শনিবার (০৭আগস্ট ২০২১) প্রথম দিন রাঙামাটির ৪৯টি ইউনিয়নে প্রথম ডোজ নিয়েছেন ২৬ হাজার ৫শত ৯১জন। আর ২৫ বছরের উর্ধে নারী ও পুরুষ এই টিকা গ্রহণ করছেন। রাঙ্গামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানান, দূর্গম যেসব ইউনিয়ন রয়েছে সেখানে যেতে আমাদের সময় লেগে যাওয়ার কারণে কিছু সংখ্যক মানুষকে গণটিকার প্রথম ডোজ দেয়া হয়েছে। এর মধ্যে দুর্গম মৈদং, দুমদুম্যা এবং সাজেকও আছে। আর যাদেরকে গণটিকার প্রথম ডোজ দেয়া সম্ভব হয়নি রবিবার (৮ আগষ্ট) সকাল থেকে গণটিকা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আগামী মঙ্গলবার (১০ আগষ্ট) বাকী ১টি দূর্গম বড়থলী ইউনিয়নে গণটিকা কার্যক্রম পরিচালনা করা হবে বলে তিনি জানান।

Facebook Comments Box
You might also like