সেই অটোরিক্সা চালক সমিতি থেকে বহিষ্কার

৮৯২

স্টাফ রিপোর্টার

জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে অতরিক্ত ভাড়া আদায় ও যাত্রীর সাথে দুর্ব্যবহারকারী রাঙামাটি শহরের অটোরিক্সা চালক রাজু বড়ুয়াকে রাঙামাটি অটোরিক্সা চালক সমিতি থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত ওই চালক ১১ আগস্ট শহরে অটোরিক্সায় যাত্রীদের কাছ থেকে জেলা প্রশাসকের নির্দেশ মতে পূর্ব নির্ধারিত ভাড়া না নিয়ে বাড়তি ভাড়া দাবি করেন। এর প্রতিবাদ করতে গেলে জান্নাতুল ফেরদৌস মনি নামের এক যাত্রীর সাথে দুর্ব্যবহার করেন। যা ওই যাত্রী ফেসবুকে প্রচার করলে প্রতিবাদের ঝড় উঠে। বিষয়টি জেলা প্রশাসকের নজরে এলে এ বিষয়ে অটোরিক্সা চালক সমিতিকে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দিলে ওই চালকে সমিতি থেকে বহিষ্কার করা হয়। অটোরিক্সা চালক সমিতির যুগ্ন সম্পাদক আব্দুল হালিম বহিষ্কারের খবরটি নিশ্চিত করেন।

Facebook Comments Box
You might also like