চট্টগ্রামের রাউজানে ইয়াবাসহ এক যুবক আটক 

১৩৩

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের রাউজানে ইয়াবাসহ মো. আব্দুর রাজ্জাক প্রকাশ ছোট মনা (২৬) নামের এক যুবককে আটক করেছে রাউজান থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে রাউজান সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খলিলাবাদ এলাকার মনু গোমস্তার বাড়ির বাবু শাহাদাতের পুত্র। 

রাউজান থানা সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় কুমার পালের নেতৃত্বে উপজেলার ৭নং সদর ইউনিয়নের নাতোয়ান বাগিছা এলাকা থেকে তাকে আটক করা হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক প্রকাশ ছোট মনাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তার বিরুদ্ধে

দুইটি মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।মাদকদ্রব্য আইনে মামলা রুজু শেষে সোমবার দুপুরে  তাকে আদালতে সোর্পদ করা হয়।

 

Facebook Comments Box
You might also like