গ্রেনেড হামলার স্মরণে রাঙামাটি আওয়ামীলীগের আলোচনা সভা

৮৮

স্টাফ রিপোর্টার :

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ ও শহীদদের স্মরণে মিলাদ, দোয়া মাহফিল আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪ টায় রাঙামাটি জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।  জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, প্রচার সম্পাদক মমতাজ উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, জেলা যুবলীগের সহ-সভাপকি মোঃ শহীদুল আলম স্বপন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোঃ শাহাজাহান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হক, যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আক্তার প্রমূখ।

সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হামিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়নের এ ধারাকে বাধাগ্রস্থ করতে এবং প্রগতিশীল ধারাকে নস্যাৎ করতে স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীরা এখনো তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধ সজাগ থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।

Facebook Comments Box
You might also like