রাঙামাটিতে আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন করোনা রোগি মারা গেছেন

১১৭

স্টাফ রিপোর্টার
গত ২৪ ঘন্টায় রাঙামাটিতে করোনা আক্রান্ত হয়ে আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তির নাম বলো চাকমা। ৫৬ বছর বয়সি এ ব্যক্তি রবিবার দুপুর দেড়টার দিকে মারা যান। তিনি করোনার রপাশাপাশি স্ট্রোকের রোগি ছিলেন বলে রাঙামাটি করোনা আইসোলেশন সেন্টার সুত্রে জানা যায়। তিনি রাঙামাটি সদরের কুতুকছড়ি ইউনিয়নের হাজছড়ার বাসিন্দা। এ নিয়ে রাঙামাটিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জনে।

রাঙামাটি স্বাস্থ্য বিভাগ জানায় নিহত ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার অবস্থা অবনতির দিকে ছিলো। নিহত ব্যক্তির স্বজনরা বন্ড সাইন দিয়ে চট্টগ্রাম থেকে গত ১৭ আগস্ট রাঙামাটি আইসোলেশন সেন্টারে নিয়ে আসেন। এখানেও তাকে বন্ড সাইন দিয়ে ভর্তি করিয়ে দেন স্বজনরা।

Facebook Comments Box
You might also like