প্রবল বর্ষন ও পাহাড়ী ঢলে সর্তা খালের ভাঙন রাউজানে তলিয়ে গেছে সড়কসহ ফসলী জমি  

৩৩

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) :
চট্টগ্রামের রাউজানে ভারি বর্ষণ ও পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় উপজেলার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানির নিচে তলিয়ে গেছে সড়ক ও ফসলী জমি। বিভিন্নস্থানে ভেঙে গেছে খাল। বুধবার উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শনে গিয়ে দেখা গেছে, পাহাড়ী ঢলে সর্তা খালের ভাঙনে ডাবুয়া ইউনিয়নের গণির ঘাট ব্রীজের পাশে গনির ঘাট সড়ক, বিস্তীর্ণ ফসলী জমি ও অনেক বসতঘর পানিতে তলিয়ে গেছে। হলদিয়া ইউনিয়নের গর্জনিয়া এলাকায় সর্র্তা খালের  পানি বেড়ে বেড়ি বাধের উপর দিয়ে প্রবাহিত হয়ে এলাকার মানুষের যোগাযোগর অন্যতম মাধ্যম হলদিয়া ভিলেজ সড়ক পানিতে ডুবে গিয়ে যান চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এদিকে রাউজান পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের ক্ষেত্রপাল মন্দিরের পাশে ও জানালী হাট ব্রীজের পাশে ডাবুয়া খালের ভাঙনে  মন্দির এলাকা ও সন্দ্বীপ পাড়া, জানালী হাট এলাকায় পানির নিচে তলিয়ে যায় ফসলি জমি, পুকুর। চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কের এই অংশের উপর পানি প্রবাহিত হওয়ায় দুর্ভোগে পড়ে শত শত যাত্রীবাহি যানবাহনসহ সাধারণ মানুষ। ভারী বর্ষণের ফলে পাহাড়ী ঢলে বুধবার ভোর থেকে চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কের জানালী হাট এলাকায় সড়কের উপর পানি প্রবাহিত হওয়ায় বিপাকে পড়েন মানুষ।  উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম বলেন, প্রবল বর্ষণ ও পাহাড়ী ঢলে  ইউনিয়নের গর্জনীয়া এলাকায় খালের বেড়ি বাঁধের উপর দিয়ে পানি প্রবাহিত হয়। এতে  গর্জনিয়া এলাকায় হলদিয়া ভিলেজ সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হয়। তিনি আরও বলেন, সর্তা খালের ভাঙনে সৃষ্ট বন্যায় গত চার বছর পূর্বে সড়ক, ইউনিয়ন পরিষদ ভবন, এলাকার মানুষের ঘরবাড়ী ক্ষতিগ্রস্থ হয়। ভাঙন কবলিত এলাকায় সর্তা খালে ভাঙন রোধে রাউজানের সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর একান্ত প্রচেষ্টায় বাঁধ নির্মাণ করায় এবার তেমন ক্ষতি হয়নি। রাউজানের ডাবুয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মিঠু শীল বলেন, প্রবল বর্ষণ ও পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে পশ্চিম ডাবুয়া গণির ঘাট ব্রীজ এলাকায় ভাঙন সৃষ্টি হয়ে গণির ঘাট ব্রীজ ও ফসলী জমির আমন ধানের চারা পানিতে তলিয়ে গেছে। রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ বলেন, সর্তা খালের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছি। সর্তা খালের ভাঙন দিয়ে পাহাড়ী ঢলের শ্রোতের পানি প্রবেশ করে গনির ঘাট সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে।

নেজাম উদ্দিন রানা,  রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি, তারিখ, ২৪,০৮,২০২১।

Facebook Comments Box
You might also like