জেলা পরিষদ সদস্য প্রিয় নন্দকে নিয়ে বাঘাইছড়ি আওয়ামীলীগে তোলপাড়

২৭৯

স্টাফ রিপোর্টার :
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প গ্রহণে সমন্বয়হীনতা এবং উপজেলার দায়িতপ্রাপ্ত সদস্য প্রিয় নন্দ চাকমা‘র বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনেছেন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। সম্প্রতি বিষয়টি নিয়ে দলীয় নেতা কর্মীদের তোপের মুখে পড়েন জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি প্রিয় নন্দ চাকমা। এ নিয়ে দলের অভ্যন্তরে তোলপাড় সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

দলীয় সুত্র জানায়, গত ২১ আগস্ট গ্রেনেট হামলা দিবসের প্রতিবাদ সভায় বেশ কয়েকজন নেতা প্রকাশ্যে অভিযোগ তোলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি প্রিয় নন্দ চাকমাকে জেলা পরিষদের সদস্য মনোনয়ন দেয়া হলেও নেতা কর্মীরা তাকে পাশে পাচ্ছে না। পরিষদের উন্নয়ন প্রকল্প গ্রহণ ও খাদ্য শষ্য বরাদ্দ বিতরণেও দলের সাথে তিনি সমন্বয় করছেন না। দলের নেতা কর্মীরা জানেন না কোথায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এমনকি দলের দরীদ্র কর্মীরা চিকিৎসার জন্য সাহায্যের আবেদন করেও কোন প্রকার সাহায্য পাচ্ছেন না বলে অভিযোগ তোলা হয়। তারা বলেন, এভাবে চলতে থাকলে দলের নেতৃবৃন্দ ভবিষ্যতে জনসাধারণের মাঝে চরমভাবে বিতর্কের মুখে পড়বেন। ওই সভায় প্রিয় নন্দ চাকমা নিজেই উপস্থিত ছিলেন।

পরে ওইদিন (২১ আগস্ট ২০২১) সন্ধ্যায় উপজেলা সদরে অবস্থিত জেলা পরিষদের রেস্ট হাউজে অবস্থানরত প্রিয় নন্দে‘র কাছে দলের নেতাকর্মীরা জড়ো হয়ে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন এর সামনে দলের সাথে সমন্বয়হীনতার বিষয়ে জানতে চান। এ সময় প্রিয় নন্দ চাকমা‘র সাথে নেতাকর্মীদের তুমুল বাকবিতন্ডা হয়। পরে খবর পেয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন সহ সিনিয়র নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন জানান, দলের নেতাকর্মীদের সাথে কিছু ভুল বোঝাাবুঝি হয়েছে সিনিয়রদের হস্তক্ষেপে তা সমাধান হয়।
এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বৃষকেতু চাকমা‘র কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বিষয়টি স্বীকার করে বলেন “এটা দলীয় বিষয় আপনাদের সাংবাদিকদের এখানে কি। এটা সবার সাথে না দুয়েকজনের সাথে সামান্য মনমালিন্য হয়েছে”।

জেলা পরিষদের সদস্য প্রিয় নন্দ চাকমার মুঠোফোনে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে ফোনে কোন কথা বলতে রাজি হননি। তিনি এসব বিষয়ে জানতে প্রতিবেদককে অফিসে যেতে বলেন।
উল্লেখ্য, ২০২০ সালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্ন্তবর্তি পরিষদ পূর্ণগঠন করে সরকার। এতে বাঘাইছড়ি উপজেলা হতে প্রিয় নন্দ চাকমাকে সদস্য মনোনয়ন দেয়া হয়। এর আগে বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বৃষকেতু চাকমা রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মনোনিত হন। তার আগের পরিষদে বাঘাইছড়ি থেকে সদস্য মনোনিত হন বৃষকেতু চাকমা।

Facebook Comments Box
You might also like