পাহাড় আলোকিত করতে আসেছে আরো ২৫০০ সোলার সিষ্টেম

১৩৬

বিশেষ প্রতিবেদক : 

তিন পার্বত্য জেলা রাঙামাটি , খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার দুর্গম এলাকার বিদ্যুৎ এর আলো থেকে বঞ্চিতদের বিদ্যুতের আলোয়  আলোকিত করতে সোলার সিষ্টেম প্রদানের বিদ্যুৎ সরবরাহ (২য় পর্যা য়) শীর্ষক প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকারী ক্রয় সংক্রান্ত ভার্চুয়াল কমিটি ।  বুধবার সকালে সরকারী ক্রয় সংক্রান্ত ভা র্চুয়াল কমিটির সভা অনুষ্ঠিত হয়। চলতি বছরের ২৯তম ভার্চুয়াল সভায় কমিটির আহবায়ক অর্থ মন্ত্রী আহম মুস্তফা কামাল সভাপতিত্ব করেন। পার্বত্য চট্টগ্রম বিষয়ক মন্ত্রণালয়ের দপ্তর থেকে ভার্চুয়াল সভায় অংশ নেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণা লয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এম,পি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে র সচিব মোছাঃ হামিদা বেগম। কমিটি সমস্ত কিছু যাচাই বাচাই শেষে পার্বত্য চট্টগ্রামের প্রত্য ন্ত এলাকায় সোলার সিষ্টেম প্রদানের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ (২য় পর্যা য়) শীর্ষ প্রকল্পের ক্রয় প্রস্তাব অনুমো দন দেন। সভায় মন্ত্রী বীর বা হাদুর উশৈ সিং এম,পি বলেন, পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী সব সময়ই উদার ও আন্তরিক। সোলার স্থাপনের বিষয়টি তাঁর আন্তরিক প্রচেষ্টার একটি । যেখানে স্বল্প সময়ে বিদ্যুৎ সরবরাহ সম্ভব নয়, সে সমস্ত এলাকার জনগোষ্ঠী সমূহ যাতে আধুনিক প্রযুক্তির সুফল থেকে বঞ্চিত না হয়, পিছিয়ে না পড়ে সে লক্ষে এমন উদ্যোগ নেয়ার জন্য পার্বত্য চট্টগ্রামের আপামর জনসাধারণের পক্ষ থেকে মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এম,পি প্রধানমন্ত্রী কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। জানাগেছে , প্রকল্পের আওতায় তিন পা র্বত্য জেলা  জন্য ১০০ ওয়াট পিক ক্ষমতা সম্পন্ন ৪০ হাজার সোলার হোম সিস্টেম ও ৩২০ ওয়াট পিক ক্ষমতা সম্পন্ন ২ হাজার ৫০০ সোলার কমিউনিটি সিস্টেম স্থাপন করা হবে । এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন পা র্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বাং লা দে শ মেশিন টুলস ফ্যাক্টরি লি মি টে ডে র কাছ থেকে ২০৪ কোটি ৩৩ লা  ২৫ হা জার টাকায় এ প্রকল্প র সরঞ্জাম কিনবে । প্রসঙ্গত: বি না মুল্য এসব সো লা র সি ষ্টে ম দুগর্ম এলাকার বিদ্যুৎ বঞ্চিতদের মাঝে বিতরণ করা হবে ।

Facebook Comments Box
You might also like