রাঙামাটিতে পর্যটকের ঢল

১১০

স্টাফ রিপোর্টার 

করোনার কারণে দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়ায় রাঙামাটিতে পর্যটকের ঢল নেমেছে।  গেল ১৯ আগস্ট হতে শর্ত সাপেক্ষে সারাদেশে পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো খুলে দেয় সরকার। এরপর থেকে প্রতিদিন রাঙামাটিতে আসছে দেশের বিভিন্ন এলাকার পর্যটক। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার পর্যটন কেন্দ্রগুলোতে ভীড় থাকে বেশি।

শুক্রবার (০৩ সেপ্টেম্বর ২০২১) রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ঝুলন্ত সেতুতে প্রবেশ করেছে এক হাজারের অধিক মানুষ। পলওয়েল পার্কে প্রবেশ করেছে দুই হাজারের অধিক দর্শনার্থী। সংশ্লিষ্ট কতৃপক্ষ থেকে এসব তথ্য জানা গেছে।

এদিকে পর্যটক বাড়তে থাকায় চাঙা হয়ে উঠেছে রাঙামাটির পর্যটন ব্যবসা। খুলেছে হোটেল ও রেস্টুরেন্ট। টুরিস্ট বোট ও অটোরিকশায় ভাড়া বেড়েছে বলে জানায় চালকরা।

Facebook Comments Box
You might also like