সাজেক-খাগড়াছড়ি সড়কে পাহাড় ধ্বস, গাড়ী চলাচল বন্ধ

১১৭

বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙামাটির বাঘাইছড়িতে মারিশ্যা দিঘিনালা সড়কের ৪টি স্থানে পাহাড় ধস হয়েছে। এতে সাজেক সহ বাঘাইছড়ি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রাতভর ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ের মাটি সড়কের উপর পরার কারণে যোগাযোগ বন্ধ রয়েছে। জানা যায় সড়কের দুই পাশে এম্বুলেন্স সহ বহু যানবাহন আটকা পরেছে।

শনিবার (৪ সেপ্টেম্বর ২০২১) ভোরে এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন স্থানীয় লোকজন। সংবাদ পেয়ে সেনাবাহিনীর ১২ বীর বাঘাইহাট জোনের সেনা সদস্য ও খাগড়াছড়ি সড়ক বিভাগের লোকজন সড়কের মাটি সরানোর কাজ শুরু করেছে। সড়ক বিভাগ বলছে, সড়কের মাটি সরিয়ে যানচলাচল স্বাভাবিক করতে ৮ থেকে ১০ ঘন্টা সময় লাগতে পারে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, রাতে অতিরিক্ত বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে পাহাড়ের বেশ কয়েকটি বড় অংশ সড়কের উপর ধ্বসে পড়েছে, উপজেলা প্রশাসনের উদ্যোগে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে লাল পতাকা উঠিয়ে সতর্কতা অবলম্বন করা হয়েছে।

খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্ষা মৌসুমে পাহাড়ের মাটি নরম থাকে তাই মাঝে মধ্যে পাহাড় ধসের ঘটনা ঘটে। সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে আমাদের বাড়তি প্রস্তুতি রয়েছে।

Facebook Comments Box
You might also like