ঝড়ো হাওয়ায় কাপ্তাই হ্রদে নৌকা ডুবে নিহত-৩, নিখোঁজ ২

স্টাফ রিপোর্টার :

রাঙ্গামাটিতে আকষ্মিক ঝড়ো হাওয়ায় কাপ্তাই হ্রদে আলাদা নৌকা ডুবির ঘটনায় লংগদু উপজেলায় ৩জন নিহত ও নানিয়ারচর উপজেলায় দুই স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। গত মঙলবার রাত ৯টার দিকে লংগদু উপজেলার গুলশাখালী ও নানিয়ারচর উপজেলার শনখলা পাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
লংগদু উপজেলায় নিহতরা হলেন উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া গ্রামের এফআইডিসি এলাকার বাসিন্দা সালমা বেগম ও তার ৫ বছরের শিশু সন্তান মাসুম এবং এঘটনায় জীবিত উদ্ধার হওয়া সিরিনা বেগমের সাত বছরের শিশু সন্তান রানা। নানিয়ার চরে নিখোঁজ দুই স্কুল ছাত্র হলেন, ডিলিশন চাকমা (১৮) ও জিগেশ দেওয়ান (১৮)।
বুধবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নানিয়ারচর উপজেলার সাবেক্ষং ইউনিয়নের চেয়ারম্যান সুপম চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান নিখোঁজ দুই ছাত্রকে উদ্ধারের চেষ্টা চলছে।
অপরদিকে লংগদু উপজেলায় নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে লংগদু উপজেলার গুলশাখালী এলাকায় কাপ্তাই হ্রদে ইঞ্জিন চালিত নৌকা বোট দিয়ে বাড়ি ফেরার সময় আকষ্মিক ঝড়ো হাওয়া শুরু হলে চালকসহ পাঁচ জন নিয়ে নৌকাটি ডুবে যায়। সাথে সাথে বোট চালক আছির আলী পাড়ে উঠতে পারলেও বাকি ৪জন নিখোঁজ হয়। এলাকাবাসী খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক শিশুকে মৃত অবস্থায় ও তার মাকে জীবিত উদ্ধার করে। পরের দিন বুধবার সকালে আরেক মহিলা ও দুপুরে তার শিশু সন্তানের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
অপর দিকে মঙ্গলবার রাতে নানিয়ারচর উপজেলার ৬ জন পাহাড়ি কলেজ ছাত্র শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠান উপভোগ করতে নানিয়ারচর বাজারের জগন্নাথ মন্দিরে আসেন। পূজা শেষে রাত আনুমানিক ৯ টার দিকে তারা নৌকাযোগে শনখোলাপাড়া ফেরার পথে মহাজনপাড়া এলাকায় তীব্র বাতাসের কবলে পড়লে তাদের নৌকাটি ডুবে যায়
এসময় ৪ জন ছাত্র সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও দু’জন নিখোঁজ হন।

Facebook Comments Box
You might also like